রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি ট্রলি ব্যাগে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল ডগ স্কোয়াডসহ ‘অপারেশন বনলতা’ নামে অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করে।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “অভিযানটি সম্পূর্ণভাবে পরিচালনা করেছে সেনাবাহিনীর একটি বিশেষ টিম। উদ্ধার করা অস্ত্র ও গুলির সঠিক পরিমাণ এখনো জানানো হয়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যাগ থেকে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস একটি আধুনিক সুবিধাসম্পন্ন বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য সব দিন ঢাকা ও রাজশাহীর মধ্যে চলাচল করে।


