logo
ads

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পি.এম
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

গুম, হত্যা ও কারচুপির রাজনীতিতে সম্পৃক্ত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সেই লক্ষ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্থাপনা গড়ে ওঠেনি।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, “ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত হয়েছে এবং অংশগ্রহণে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ অতীতে টাকার বিনিময়ে ভোট কিনেছে, নির্বাচনে কারচুপি করেছে। কিন্তু এবার এসবের কোনো সুযোগ থাকবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।”

‘না ভোট’ ব্যবস্থার বিষয়ে প্রেস সচিব জানান, “আরপিওতে এই বিধান রাখা হয়েছে যে, কোনো ক্ষেত্রে যদি একজন প্রার্থী থাকে, তবে জনগণ তার বিপরীতে ‘না ভোট’ দিতে পারবে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকবে না।”

জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এটি খুব গুরুত্বপূর্ণ নয়। অধিকাংশ রাজনৈতিক দলই সনদে একমত পোষণ করে স্বাক্ষর করেছে। যারা করেনি, তাদের সঙ্গে শুধু কিছু মতপার্থক্য রয়েছে; তবে মূল বিষয়গুলোতে সবাই ঐক্যমত্যে পৌঁছেছে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ