logo
ads

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫২ পি.এম
বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

ছবি: সংগৃহীত

বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিং সংক্রান্ত অভিযোগের তদন্ত শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। প্রায় ৯০০ পৃষ্ঠার এই চূড়ান্ত প্রতিবেদনে টুর্নামেন্টজুড়ে ৩৬টি সন্দেহজনক ঘটনা চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে শুধু ম্যাচ ফিক্সিং নয়, বিপিএলের পরিচালনাগত ত্রুটি, প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইনগত পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং খেলোয়াড়দের সুরক্ষা জোরদারে একটি সমন্বিত কর্মপরিকল্পনাও প্রস্তাব করেছে কমিটি।

বিসিবি জানিয়েছে, এই প্রতিবেদন নিয়ে তারা এখনই কোনো মন্তব্য করবে না। বরং কমিটির দেওয়া সুপারিশগুলো পর্যালোচনা করে অধিকতর তদন্ত পরিচালনা করবে বোর্ড। চূড়ান্ত প্রতিবেদনের পরবর্তী কার্যক্রমে নেতৃত্ব দেবেন বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শাল।

উল্লেখ্য, আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে প্রধান করে গঠন করা হয়েছিল এই স্বাধীন তদন্ত কমিটি, যার দায়িত্ব ছিল বিপিএলে দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ অনুসন্ধান সম্পন্ন করা।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ