logo
ads

তাসকিনদের দাপটে সহজ জয় টাইগারদের

যাপ্র খেলাধুলা ডেস্ক

প্রকাশকাল: ৩০ আগস্ট ২০২৫, ১০:৫৬ পি.এম
তাসকিনদের দাপটে সহজ জয় টাইগারদের

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখেই হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। লিটন কুমার দাসের ফিফটি ও তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে সহজ জয় পায় টাইগাররা।

আজ শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশকে জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট দেয় ডাচরা।

১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের দুই ওপেনার। প্রথম তিন বলেই এদিন চলে আসে ১৪ রান।

দলীয় ২.৪ ওভারে ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ২ চার ১ ছক্কায় ব্যক্তিগত ১৫ রান করে আরিয়ান দত্তের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন।

ইমন আউট হলেও পথ হারায়নি বাংলাদেশ। ৩ নম্বরে ব্যাট হাতে নামে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। লিটন শুরু থেকে মারকুতে স্বভাবে ব্যাট চালান। লিটন-তামিমের ব্যাটে পাওয়ার প্লেতে চলে আসে ৫৭ রান।

পাওয়ার প্লে শেষেও ব্যাট চালাতে থাকে টাইগাররা। ৯ ওভারে চলে আসে ৯২ রান। দলীয় ৯.১ ওভারে দলীয় ৯২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা।
২৪ বলে ২ চারে ২৯ রানে আউট হন তানজিদ হোসেন তামিম। তামিম আউট হলে একপাশ আগলে রেখে ৬ চার ও ২ ছক্কায় ২৬ বলে ফিফটি তুলে নেন লিটন কুমার দাস।

তাসকিন আহমেদের দারুণ বোলিং ও লিটনের ফিফটিতে ৮ উইকেটের সহজ জয় পায় টাইগাররা।

বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স:

  • পারভেজ হোসেন ইমন – ৯ বলে ১৫ রান

  • তানজিদ হাসান তামিম – ২৪ বলে ২৯ রান

  • লিটন কুমার দাস – ২৯ বলে ৫৪ রান (৬ চার, ২ ছক্কা)

বল হাতে ডাচদের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেন আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ডাচরা। প্রথম ৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তুলে নেয় ২৫ রান। তারপর থেকে শুরু হয় ডাচদের ব্যাটিং বিপর্যয়।

দলীয় ২৫ রানে মাথায় ডাচ শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানে আউট হন ডাচ ওপেনার ম্যাক্স ও'ডাউড।

ম্যাক্স ও'ডাউড উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস।
মাঝখানে পিজে থীতু হয়ে বড় ইনিংস খেলার আভাস দিয়েও ২৬ বলে ২৬ রানে সাজঘরের পথ ধরেন আনিল তেজা নিদামিনুরু।

ডাচদের ব্যাটিং পারফরম্যান্স:

  • ম্যাক্স ও'ডাউড – ১৫ বলে ২৩ রান

  • তেজা নিদামিনুরু – ২৬ বলে ২৬ রান

  • স্কট এডওয়ার্ডস – ৭ বলে ১২ রান

  • শাহরিজ আহমেদ – ১৪ বলে ১৫ রান

  • আরিয়ান দত্ত – ৮ বলে ১৩ রান

বাংলাদেশের বোলিং পারফরম্যান্স:

  • তাসকিন আহমেদ – ৪ উইকেট, ২৮ রান

  • সাইফ হাসান – ২ উইকেট

  • মোস্তাফিজুর রহমান – ১ উইকেট

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস: ১৩৬/৮ (২০ ওভার)
বাংলাদেশ: ১৩৮/২ (১৩.৩ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

 

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ