logo
ads

বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পি.এম
বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক জিয়া

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি এবং এটি সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি ফেনী-১ আসন ধরে রাখার সিদ্ধান্ত নেন, ফলে বগুড়ার দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

২০০৯ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত সেই উপনির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হন বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার। দীর্ঘদিন পর এবার একই আসন থেকে প্রার্থী হচ্ছেন তারেক রহমান, যা বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ