আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বগুড়া-৬ জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি এবং এটি সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি ফেনী-১ আসন ধরে রাখার সিদ্ধান্ত নেন, ফলে বগুড়ার দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৯ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত সেই উপনির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হন বিএনপির প্রার্থী জমির উদ্দিন সরকার। দীর্ঘদিন পর এবার একই আসন থেকে প্রার্থী হচ্ছেন তারেক রহমান, যা বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।