logo
ads

আর্থিক লেনদেন নিয়ে এনসিপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পি.এম
আর্থিক লেনদেন নিয়ে এনসিপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলের দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত হন। বিষয়টি জানা গেলে ঢাকা মহানগর উত্তরের এক নেতা শোয়েব মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে সহায়তার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন। পরে তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসেন।

এরপর থেকে বংশালের নেতারা রিয়ানের কাছে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলেও সফল হননি। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ