logo
ads

রাজধানীতে আজ যেসব জায়গায় কর্মসূচি আছে

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এ.এম
রাজধানীতে আজ যেসব জায়গায় কর্মসূচি আছে

ছবি: সংগৃহীত

রাজধানীর সড়কে প্রতিদিনই নানা কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি কর্মসূচির কারণে অনেক সময় যান চলাচল বাধাগ্রস্ত হয়। তাই বাইরে বের হওয়ার আগে আজ রোববার (২৬ অক্টোবর) শহরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো সম্পর্কে জেনে নেওয়াই ভালো।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় আগারগাঁওয়ের বন ভবনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জ্বালানি উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় রমনায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সভাকক্ষে প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জয়নুল আবদীন ফারুকের কর্মসূচি
সকাল ১০টায় বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিকেল ৩টায় একই স্থানে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায়ও যোগ দেবেন তিনি।

শামসুজ্জামান দুদুর কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সালাহউদ্দিন আহমদের কর্মসূচি
দুপুর ১২টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এলডিপির কর্মসূচি
রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডেন্ট ড. অলি আহমদ।

চলাচলে সুবিধার জন্য এসব কর্মসূচির আশপাশের সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ