বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার মাটিতে শেষবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসি।
তিনি আরও কতদিন জাতীয় দলের হয়ে খেলবেন, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও স্পষ্ট হয়ে গেছে যে বিদায়ের মুহূর্ত খুব বেশি দূরে নয়।
এ কারণে এখন থেকেই আলোচনায় উঠছে—মেসির পর কে হবেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক?
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়ামাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চারজন ফুটবলারের নাম সামনে এসেছে—ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো।
দলে মেসির পাশাপাশি অধিনায়ক হিসেবে ভরসার জায়গায় ছিলেন নিকোলাস ওটামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরো।
তবে ওটামেন্ডি নিজেও ঘোষণা করেছেন, তিনি ইতোমধ্যে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন, অর্থাৎ তিনিও শিগগিরই বিদায় নেবেন।
অন্যদিকে, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো বর্তমানে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়।
২৭ বছর বয়সী এই ফুটবলার জুনে চিলির বিপক্ষে জয়ী ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে তার নেতৃত্বগুণের প্রমাণ রেখেছেন।
এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও অধিনায়কত্বের জন্য শক্ত প্রার্থী।
অ্যাস্টন ভিলার হয়ে তিনি একাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তার উপস্থিতি ও আচরণে স্পষ্ট হয়েছে তার নেতৃত্বের ক্ষমতা।
একইভাবে, ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন।
জাতীয় দলে তার অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ অবদান তাকে অধিনায়কত্বের জন্য শক্ত অবস্থানে রেখেছে।
সবশেষে, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোকেও আলোচনায় রাখা হচ্ছে।
তিনি আর্জেন্টিনার সাম্প্রতিক চারটি শিরোপাজয়ী দলের মূল সদস্য ছিলেন।
২০১৮ সালে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচেই তিনি অধিনায়ক ছিলেন, ফলে ফের সেই দায়িত্বে আসার সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না।
এখন সবার নজর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দিকে—কার হাতে তুলে দেবেন তিনি আগামী দিনের অধিনায়কত্ব?