logo
ads

এশিয়া কাপে একই গ্রুপে থাকতে পারে ভারত ও পাকিস্তান

যাপ্র স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ২৫ জুলাই ২০২৫, ১২:৪০ পি.এম
এশিয়া কাপে একই গ্রুপে থাকতে পারে ভারত ও পাকিস্তান

ছবি: ক্রিকইনফো

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে এশিয়া কাপ নিয়ে নির্দিষ্ট কিছু না জানালেও, টুর্নামেন্টটি যে অনুষ্ঠিত হচ্ছে, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এসিসির সভাপতি মহসিন নাকভি।

সভা শেষে তিনি বলেন,
“এটা (এশিয়া কাপের সূচি) ঘোষণা করা হবে দ্রুতই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করছি। আশা করি দ্রুতই সমাধান করতে পারব।”

নাকভি জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে এখনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ টুর্নামেন্টের আয়োজক বোর্ড বিসিসিআই আগামী কয়েক দিনের মধ্যেই এশিয়া কাপের সূচি ঘোষণা করবে। একই বার্তা পাওয়া গেছে নিউজ ১৮ইন্ডিয়া টুডে সূত্র থেকেও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়তে পারে। পিটিআই-কে দেওয়া এক মন্তব্যে এসিসির একটি সূত্র জানায়,
“এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে ভারত। তবে সূচি নিয়ে এখনো আলোচনা চলছে।”

৮ দলের এই টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে যদি ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকে, তবে তাদের অন্তত দুইবার মুখোমুখি হওয়া নিশ্চিত। প্রথমবার গ্রুপ পর্বে, দ্বিতীয়বার সুপার সিক্সে। যদি উভয় দল ফাইনালে পৌঁছায়, তবে সেটিই হবে তৃতীয় মুখোমুখি ম্যাচ, যা সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর জন্য বড় আর্থিক সুযোগ তৈরি করবে।

উল্লেখযোগ্য যে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক যুদ্ধাবস্থায় উপনীত হয়। এরপর এবার এশিয়া কাপেই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ।

তারা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে, যেখানে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং এসিসি ও পিসিবি সভাপতি মহসিন নাকভি আগামী কয়েক দিনের মধ্যে আলোচনায় বসবেন। সূচি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার প্রস্তাব রয়েছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ