logo
ads

রাজবাড়ীতে ইমাম মাহদী দাবি করা ব্যক্তির লাশ পুড়িয়ে দিল জনতা, সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পি.এম
রাজবাড়ীতে ইমাম মাহদী দাবি করা ব্যক্তির লাশ পুড়িয়ে দিল জনতা,  সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে মাটি থেকে প্রায় ১২ ফুট উপরে বিশেষ কায়দায় কবর দেওয়া ইমাম মাহদী দাবি করা নুরাল পাগলা নামে এক ব্যক্তির কথিত মাজার ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সময়ে ইমাম মাহদী দাবি করা নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সাধারণ জনতা।

এ ঘটনায় উত্তেজিত জনতা ও নুরাল পাগলার অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মারা গেছেন রাসেল মোল্লা নামের একজন। ভাঙচুর করা হয়েছে ওসি ও ইউএনও’র গাড়ি। গোয়ালন্দজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগলা বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরিফ। এক সময় নিজেকে ইমাম মাহদী দাবি করে এলাকায় বিভ্রান্তি ছড়ান তিনি। এতে লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল।  গত ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান নুরাল পাগলা। পরে তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়। নুরাল পাগলার অনুসারীরা এখানেই ক্ষান্ত না দিয়ে কবরটির চারপাশে দেওয়াল তুলে সেটিকে পবিত্র কাবা শরীফের আদলে রং করে। ধর্মীয় উসকানিমূলক বিতর্কিত এ ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। তারা দাবি জানায়, কবরটির রং যাতে পরিবর্তন করা হয় এবং ১২ ফুট উঁচুতে দেওয়া বিশেষ কায়দার অদ্ভুত কবরটি যেন নিচু করা হয়। এ নিয়ে দফায় দফায় আলোচনার পর নুরাল পাগলার পরিবার কবরটি ঠিক করতে বৃহস্পতিবার পর্যন্ত সময় নেয়। কিন্তু বৃহস্পতিবারের মধ্যেও কবরটি স্বাভাবিক না করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।

এর জেরে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর কবরটিকে স্বাভাবিক করার দাবিতে গোয়ালন্দ আনছার ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে তৌহিদী জনতা। একপর্যায়ে মিছিলটি গোয়ালন্দ ঘাট থানার ওসি ও ইউএনও’র গাড়িতে হামলা চালায়। পরে বিক্ষোভ মিছিলটি নুরাল পাগলার মাজারের দিকে এগিয়ে যায়। একই সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভ মিছিল একত্রিত হয়ে ভাঙচুর চালায় মাজারে। এ সময় মাজারে থাকা ভক্ত অনুসারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ঘটে।

উত্তেজিত জনতার দাবি, মাজারের সামনে পৌঁছালে নুরাল পাগলার ভক্ত অনুসারীরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মোল্লা মারা যান। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উত্তেজিত জনতা ও নুরা পাগলার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তার ও ওসির গাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ