গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়। এতে বিকেল ৭টার পর থেকে ময়মনসিংহ–ঢাকা রেল যোগাযোগ বন্ধ থাকে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বিকেল সাতটার দিকে শ্রীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশন এলাকায় পৌঁছলে একটি কোচ লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সাথে ঢাকার রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।”
পরে বিকল্প ইঞ্জিনে কোচ সরিয়ে রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়। প্রায় সোয়া তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।