চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুঃখজনক এই ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে।
নিহত তিন শিশু হলো—স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা পারভীন হাবিবা (৭) এবং পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। নিহত সুমাইয়া ও জান্নাত খালাতো বোন এবং হাবিবা তাদের চাচাতো বোন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়ায় খালার বাড়িতে বেড়াতে আসে। বিকেলে দুই খালাতো বোন মিলে স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেয় হাবিবা। একপর্যায়ে স্বজনরা তাদের পুকুর থেকে ফিরিয়ে আনলেও কিছুক্ষণ পর আবারও অজান্তে তারা সেখানে ফিরে যায়। পরে দীর্ঘ সময় দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে পুকুরে তিন শিশুর দেহ ভেসে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
সেদিন রাত সাড়ে ৮টার দিকে সুমাইয়া ও হাবিবার এবং রাত ১০টার দিকে সাহাব্দীনগরে জান্নাতের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হারুন সওদাগর বলেন, “শিশুগুলোকে দুইবার পুকুর থেকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু তারা আবারও সবার অজান্তে সেখানে যায়। মাত্র ১৩ দিন আগে সুমাইয়া ও জান্নাতের নানি মারা যান। সেই শোক কাটাতে জান্নাতকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে এসেছিল মামা লোকমান।”
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, “একসঙ্গে তিন শিশুর মৃত্যু আমাদের সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”


