logo
ads

বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২৫, ১১:৫০ পি.এম
বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার: কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, "আমি দেশবাসী ও আন্তর্জাতিক সমাজকে বলতে চাই—চব্বিশের আন্দোলন আমি স্বাধীনতার কাছাকাছি মনে করেছিলাম। আমি তাদের সমর্থনও করেছিলাম। কিন্তু এখন তাদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।"

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের নিজ বাসায় এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আমি ভেবেছিলাম তাদের বিজয় হাজার বছর স্থায়ী হবে। কিন্তু মাত্র এক বছরের মাথায় এই বিজয় ধ্বংসের মুখে পড়বে—এটা আমরা কল্পনাও করিনি। আওয়ামী স্বৈরাচার ও তাদের দোসরদের থেকেও বর্তমান সরকারের দোসররা এখন বড় স্বৈরাচারে পরিণত হয়েছে।"

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, "বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না, আমরা রাজনীতি করতে পারতাম না। দেশে এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা প্রয়োজন।"

লতিফ সিদ্দিকী প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় ‘মব’ সৃষ্টি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, "আমরা চাই তাকে স্বসম্মানে মুক্তি দেওয়া হোক। যদি তার নামে মামলা থাকে, তাহলে আমরা আইনিভাবে লড়াই করব।"

ওই সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ