গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ (৩৫) নামে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত পুলিশ সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থেকে সন্ত্রাসী সুমন শেখকে আটক করে। আটক সুমন শেখ বরমী এলাকার মসলেম উদ্দিন মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে সুমনের সহযোগীরা শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায়। এসময় তারা সুমনকে ছিনিয়ে নেয়। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “সন্ত্রাসীকে আটক করার সময় হামলায় কয়েক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”