logo
ads

হবিগঞ্জে পানিতে ভাসমান অবস্থায় মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এ.এম
হবিগঞ্জে পানিতে ভাসমান অবস্থায় মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের এক দিন পর শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মানিক লাল দাশ (৭০)। তিনি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা।

পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হন মানিক লাল দাশ। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন সন্ধ্যায় স্থানীয় জেলেরা হাওরের জলাশয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নিখোঁজের এক দিন পর শৌলাগড় হাওর থেকে মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ