logo
ads

কারো মন না ভেঙে দুই প্রেমিকাকেই বিয়ে তরুণের

যাপ্র ডেস্ক

প্রকাশকাল: ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪১ পি.এম
কারো মন না ভেঙে দুই প্রেমিকাকেই বিয়ে তরুণের

ছবি: সংগৃহীত

কর্ণাটকের চিত্রদুর্গে এক তরুণের ব্যতিক্রমী বিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২৫ বছর বয়সী ওয়াসিম শেখ একসঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করে নজির গড়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, হোরাপেট এলাকার বাসিন্দা ওয়াসিম দীর্ঘদিন ধরে দুই বান্ধবী—শিফা শেখ ও জন্নত মখন্দর-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তিনজনই একে অপরের সম্পর্ক ও অনুভূতি সম্পর্কে অবগত ছিলেন, এবং তাদের মধ্যে কখনও কোনো বিরোধ দেখা দেয়নি।

বিয়ের সময় ওয়াসিমের সামনে কঠিন সিদ্ধান্ত ছিল—দুইজনের মধ্যে কাকে বেছে নেবেন? শেষ পর্যন্ত কাউকেই কষ্ট না দিয়ে তিনি একই মণ্ডপে দুজনকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই অনন্য বিয়ের অনুষ্ঠান।

বিয়ের পর ওয়াসিম বলেন, “আমরা তিনজনই একে অপরকে ভালোবাসি ও সম্মান করি। বোঝাপড়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

শিফা ও জন্নতও জানান, তাঁরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং পারস্পরিক সহযোগিতায় সংসার চালাতে চান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে ব্যক্তিগত স্বাধীনতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ তুলেছেন নৈতিক ও আইনি প্রশ্ন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ