logo
ads

১৬ বছর বয়সেই হেনস্তার শিকার

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এ.এম
১৬ বছর বয়সেই হেনস্তার শিকার

ভারতীয় টিভি সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী রেশমি দেশাই। পরবর্তীতে বলিউড সিনেমায় নাম লেখান। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি সিরিয়াল ও বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানারকম চড়াই-উতরাই পার করেছেন তিনি। কাস্টিং কাউচের শিকারও হয়েছেন বিভিন্ন সময়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। কাস্টিং কাউচ নিয়ে রেশমি জানান, মাত্র ১৬ বছর বয়সে অন্যায়ভাবে তার সুযোগ নেয়ার চেষ্টা করা হয়েছিল। অভিনেত্রী বলেন, দুর্ভাগ্যবশত আমাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এই নিয়ে আমি বেশ কয়েকবার কথাও বলেছি। ইন্টারনেটে আমার বলা এই একই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন। আমার মনে আছে আমাকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল। যখন ওখানে যাই, ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না। তখন আমার বয়স মাত্র ১৬, আমাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল সে। হেনস্তা করা হচ্ছিলো। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কোনোরকমে আমি বেরিয়ে এসেছিলাম। কিছু সময় পর, আমি আমার মাকে সব কথা খুলে বলি। তিনি আরও বলেন, আমার মনে আছে, আমি পরেরদিন মাকে সঙ্গে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর আমার মা ওকে শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল। কাস্টিং কাউচ সত্যিই আছে। আমার সঙ্গেই হয়েছে। আসলে সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ, দু’রকম মানুষকে পাওয়া যায়। আমার ভাগ্য ভালো, পরবর্তীতে আমি অসাধারণ মানুষদের পাশে পেয়েছি।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ