logo
ads

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০৮ পি.এম
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, আটক ৩

ছবি: বিডি আর্মির ফেসবুক পেইজ থেকে নেওয়া

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়।

আজ ভোররাতে, আনুমানিক ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন—মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন এবং মো. ফয়সাল।

অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ২টি বিদেশি রিভলবার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস ডিভাইস ও টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিস্ফোরক তৈরির উপকরণ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, একাধিক কম্পিউটার সেট ও নগদ টাকা, দেশি-বিদেশি মদ, নাইট্রোজেন কার্টিজ, যা বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত নাইট্রোজেন কার্টিজ নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আরও জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ