গতকাল রাতে সেনাবাহিনীর নেতৃত্বে দুটি পৃথক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং একজন কুখ্যাত আসামিকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সূত্রে বিষয়টি জানা গেছে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামে। আনুমানিক রাত ৩টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু (২২)-এর বাড়ি থেকে ২টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি সালমান সাকিব সাধু পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
দ্বিতীয় অভিযানটি চালানো হয় একই দিন রাত আনুমানিক ৯টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর এলাকায়। এ অভিযানে বহু মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও কুখ্যাত অপরাধী মোঃ ইমান আলী (৫৪), ওরফে ‘ইমান ডাকাত’-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার বাড়ি থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।