logo
ads

ঋণের চাপে স্ত্রী-সন্তানকে হত্যা করে কৃষকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ আগস্ট ২০২৫, ১২:৩১ পি.এম
ঋণের চাপে স্ত্রী-সন্তানকে হত্যা করে কৃষকের আত্মহত্যা

নিহতের স্বজনদের আহাজারি || ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় ঋণের চাপে এবং আর্থিক সংকটের কারণে মিনারুল ইসলাম নামের এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে তাদের নিজ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম (অন্য কয়েকটি সূত্র অনুযায়ী, তার নাম সাধিনা বেগম), ছেলে মাহিম, এবং দেড় বছর বয়সী মেয়ে মিথিলা। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল প্রথমে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন, এরপর ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেই নোটে মিনারুল লিখেছেন, "আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার স্ত্রী-সন্তান কার কাছে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া তারা কিছুই পাবে না। আমি মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়া-দাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারলাম না। আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো হলো। কারো কাছে আর কিছু চাইতে হবে না।"

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মিনারুল একসময় জুয়া ও মাদকে আসক্ত ছিলেন, যার কারণে বিপুল পরিমাণ ঋণ হয়েছিল। সম্প্রতি তিনি বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও আর্থিক সংকট কাটেনি। তার পরিবার প্রায়ই দু'বেলা খাবারের অভাবে থাকত।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ