logo
ads

জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ৯ আগস্ট ২০২৫, ১০:২০ পি.এম
জয়দেবপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রভাব পড়ে সড়ক পরিবহনেও—শিববাড়ি থেকে জয়দেবপুরগামী রাস্তা চলাচলের জন্য বন্ধ হয়ে যায়।

রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহী থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে যাত্রা করা পদ্মা এক্সপ্রেস জয়দেবপুর জংশনে ঢোকার সময় পয়েন্টে ভুল হওয়ার কারণে ব্রডগেজ লাইনে ট্রেনের ইঞ্জিনসহ কিছু কোচ লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানান, “ইঞ্জিনসহ দুই-তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এ জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ