logo
ads

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতারকৃত ৭ জন ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৯ আগস্ট ২০২৫, ১০:০৩ পি.এম
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতারকৃত ৭ জন ২ দিনের রিমান্ডে

গ্রেফতারকৃত আসামিরা || ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার সাতজন আসামিকে শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হলে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মো. আলমগীর আল মামুন প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যাকাণ্ডে আটজনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, “তুহিনের একটি ভিডিও ফুটেজ ছিল, যেখানে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার সময় বাগবিতণ্ডায় লিপ্ত হন। ভিডিওটি মুছে ফেলতে না পারায় আসামিরা তুহিনকে কুপিয়ে হত্যা করে।”

এছাড়া র‌্যাব কিশোরগঞ্জ থেকে আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে, যিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গাজীপুর র‌্যাব কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, “গ্রেপ্তারকৃত আসামি স্বাধীন জবানবন্দিতে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা স্বীকার করেছেন।”

গ্রেফতার হওয়া ও রিমান্ড পাওয়া আসামীরা হলেন- জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারকের ছেলে মিজান ওরফে কেটু মিজান (৩৫), তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী (২৫), পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. স্বাধীন (২৮), খুলনার সোনাডাঙ্গা উপজেলার ময়লাপোতার হানিফের ছেলে আল আমিন (২১), কুমিল্লার হোমনা থানার আন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে শাহজালাল (৩২), পাবনার চাটমোহর থানার পাঁচবাড়ীয়া গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩) এবং শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের আব্দিস সালামের ছেলে সুমন (২৬)।

জিএমপি কমিশনার পুলিশের জনবল সংকটের কারণে গাজীপুরে অপরাধ দমনে কিছুটা ব্যর্থতার কথা স্বীকার করে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বর্তমানে আসামিরা রিমান্ডে রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের জন্য আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ