logo
ads

টাঙ্গাইলে উড়োচিঠি দিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতাকর্মীসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পি.এম
টাঙ্গাইলে উড়োচিঠি দিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতাকর্মীসহ গ্রেফতার ৫

আটককৃত চাঁদাবাজ || ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় উড়োচিঠি দিয়ে আজহারুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। 

'চাঁদা দে, নইলে জীবন দে' স্লোগানে গঠিত অপরিচিত Killer Gang (হত্যাকারী দল) নামের স্বঘোষিত সন্ত্রাসী সংগঠনটি চাঁদা না দিলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয়।

জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ভুক্তভোগী আজহারুল ইসলামের এক কর্মচারীর হাতে অচেনা এক ব্যক্তি একটি চিঠি নিয়ে আসেন। শুক্রবার (১ আগস্ট) সকালে কর্মচারী সেই চিঠি আজাহারুল ইসলামকে দিলে তিনি তা পড়ে হতভম্ব হয়ে যান। চিঠিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উড়োচিঠিতে বলা হয়েছে, আগামী ৩ আগস্ট, রোজ রবিবার, রাত ৭ ঘটিকার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসান সাহেবের বাসার সামনে থাকা গাছের নিচে ৫ লাখ টাকা চাঁদা রেখে আসতে হবে। এর ব্যত্যয় ঘটলে হত্যা করা হবে বলে হুমকি দেয় স্বঘোষিত সন্ত্রাসী গ্রুপটি।

এদিকে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদা দাবিতে জড়িত থাকা বিএনপি কর্মীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের, সাব্বির মিয়া ও একই এলাকার জাহাঙ্গীরের ছেলে আব্দুল্লাহ আল মামুন। বিষয়টি টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। 

 

 

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ