logo
ads

সংসদীয় আসন বাড়তে পারে গাজীপুরে, কমতে পারে বাগেরহাটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩০ জুলাই ২০২৫, ০৫:৫৪ পি.এম
সংসদীয় আসন বাড়তে পারে গাজীপুরে, কমতে পারে বাগেরহাটে

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী, ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের পরিবর্তন আনা হচ্ছে—যেসব জেলায় ভোটার বেশি, সেখানে আসন বাড়বে; আর যেসব জেলায় ভোটার কম, সেখানে আসন কমানো হবে। এই প্রেক্ষাপটে গাজীপুর জেলায় একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। বেশি ভোটারের জেলায় আসন বাড়বে, আর কম ভোটারের জেলায় আসন কমবে।

কমিশনার আরও জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারার আলোকে জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। এ ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা হয় এবং কমিশনের ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করা হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

বিশেষ সংবাদ