logo
ads

ফেসবুকে প্রেম, বিয়ে — পরে ধরা পড়ল নববধূ আসলে পুরুষ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ জুলাই ২০২৫, ১২:৫৯ এ.এম
ফেসবুকে প্রেম, বিয়ে — পরে ধরা পড়ল নববধূ আসলে পুরুষ!

শাহিনুর রহমান ওরফে সামিয়া || ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে প্রেম, তারপর বিয়ে। নববধূ হিসেবে দেড় মাস সংসার করলেন এক “মেয়ে”। কিন্তু পরে জানা গেল, সেই স্ত্রী আসলে একজন পুরুষ।

ওই তরুণের আসল নাম শাহিনুর রহমান, যিনি নাম পরিবর্তন করে ‘সামিয়া’ নামে পরিচয় দিয়েছিলেন। বিয়ের দেড় মাস পর স্বামী মাহমুদুল হাসান শান্ত জানতে পারেন, তার স্ত্রী আসলে একজন পুরুষ।

শুক্রবার (২৫ জুলাই) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল গ্রামে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মো. বাদল খানের ছেলে। তার কথিত স্ত্রী সামিয়া ওরফে শাহিনুর রহমান চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ৭ জুন সামিয়া গোয়ালন্দে শান্তর বাড়িতে চলে আসেন। পরে পারিবারিক সম্মতিতে স্থানীয় এক ইমামকে দিয়ে তাদের বিয়ে পড়ানো হয়। এরপর থেকে নববধূর ভূমিকায় শান্তর পরিবারের সঙ্গেই ছিলেন সামিয়া।

কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শান্ত ও তার পরিবারের সন্দেহ তৈরি হয়। নানা অজুহাতে স্বামীকে এড়িয়ে চলতেন সামিয়া। এক পর্যায়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন—নববধূ আসলে একজন ছেলে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর মাহমুদুল হাসান শান্ত বলেন, "সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় বিয়েতে কাবিন রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। বিয়ের পর থেকে তার স্ত্রী রহস্যজনক আচরণ করতে থাকে। তাকে কাছে পেতে চাইলেই তিনি বলতেন, আমি এখন অসুস্থ, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে।"

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, "একজন ছেলে মানুষ আমাদের পরিবারে এতদিন বউ হয়েছিল। আমরা টের পাইনি। নানাভাবে আমাদের সবার মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু এসব যে তার অভিনয় ছিল, তা আমরা বুঝতে পারিনি। বিষয়টি জানাজানি হলে তাকে আমরা তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।"

ঘটনার বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া মোবাইলে বলেন, "শান্তর সঙ্গে আমি যা করেছি, সেটা অন্যায় করেছি। এটা করা ঠিক হয়নি।"

তিনি আরও বলেন, "তার হরমোন জাতীয় শারীরিক সমস্যা আছে, তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।"

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ