logo
ads

হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে মাইলস্টোন কলেজে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ জুলাই ২০২৫, ১২:৩৩ পি.এম
হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে মাইলস্টোন কলেজে কমিটি গঠন

ছবি: সংগৃহীত

উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ছয় সদস্যের এই কমিটি আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে।

গতকাল মঙ্গলবার রাতে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিতে অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীও রয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতীক।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ