রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটিতে থাকা স্কোয়াড্রন লিডার তৌকির প্রাণ হারান।
দুপুর আনুমানিক ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা ফাইটার-ট্রেইনার এফ-৭ বিজিআই মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়।
আইএসপিআরের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার তৌকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই জেলা প্রশাসন ও বিমানবাহিনী যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করবে।