logo
ads

উত্তরায় বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার তৌকির নিহত

যাপ্র ডেস্ক

প্রকাশকাল: ২১ জুলাই ২০২৫, ০৩:১৪ পি.এম
উত্তরায় বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার তৌকির নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটিতে থাকা স্কোয়াড্রন লিডার তৌকির প্রাণ হারান।

দুপুর আনুমানিক ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা ফাইটার-ট্রেইনার এফ-৭ বিজিআই মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়।

আইএসপিআরের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার তৌকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই জেলা প্রশাসন ও বিমানবাহিনী যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করবে।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ