logo
ads

আজ রাসূল (সা.)-এর জন্ম ও ওফাতের দিন

যাপ্র ইসলামি ডেস্ক

প্রকাশকাল: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এ.এম
আজ রাসূল (সা.)-এর জন্ম ও ওফাতের দিন

ছবি: সংগৃহীত

৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে, আরবি ক্যালেন্ডারের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে, মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তিদূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

কোরাইশ গোত্রের সাধারণ পরিবারে জন্ম নিয়েও তিনি সত্যবাদিতা, সততা, সহনশীলতা ও দানশীলতার জন্য অল্প বয়সেই বিশেষ খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে শান্তি প্রতিষ্ঠার দূত হিসেবে সমগ্র আরবজুড়ে তিনি আলোর দিশারি হয়ে ওঠেন। ৪০ বছর বয়সে নবুয়তের দায়িত্ব লাভ করে তিনি পরবর্তী ২৩ বছর আল্লাহর বাণী প্রচার করেন। মদিনায় প্রতিষ্ঠা করেন ন্যায় ও কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, যা মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত।

বিশ্ব মুসলিম উম্মাহর মতো বাংলাদেশেও ঈদে মিলাদুন্নবী (সা.) এবং সিরাতুন্নবী (সা.) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিনে অনেকে নফল নামাজ আদায়, রোজা পালন, মিলাদ ও কোরআনখানির আয়োজন করেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে সরকারি, আধাসরকারি ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা সাজানো হবে জাতীয় পতাকা এবং কালেমা তাইয়্যেবার ব্যানারে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করছে কিরাত ও নাত প্রতিযোগিতা, কবিতা পাঠ, সাংস্কৃতিক আসর, আরবি খুতবা রচনা, সেমিনার ও স্মারক প্রকাশনা। একই সঙ্গে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ইসলামী বইমেলা। গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠান ও ক্রোড়পত্র প্রকাশ করবে।

দেশের বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও নাত পাঠের আয়োজন হবে। শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি প্রবন্ধ প্রতিযোগিতা ও নাত পাঠের ব্যবস্থা করবে। এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু নিবাস ও বৃদ্ধাশ্রমে পরিবেশন করা হবে বিশেষ আহার। বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোও দিনটি শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, “মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সর্বজনীন শিক্ষা আজকের অস্থির বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণের দিশা দিতে সক্ষম।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ