অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় দুনিয়াবি আযাবের অন্তর্ভুক্ত। আল্লাহ তা’আলা বলেছেন, দুনিয়াতে যত বিপর্যয় নেমে আসে, তা মানুষের দুই হাতের কামাই। এসব সময় একজন মুমিনের কর্তব্য হলো বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা এবং কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী করণীয় পদক্ষেপ গ্রহণ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামকে এ ধরনের দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন।
হাদিস শরিফে এসেছে, দুনিয়াবি আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন—
উবায়দুল্লাহ্ (রহ.)... আবুল ইয়ুস্র (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দু’আ করতেন— ‘‘ইয়া আল্লাহ! আমি তোমার নিকট ঘর-বাড়ি ভেঙে চাপা পড়া থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ব্যাপার হতে, পানিতে ডুবে, আগুনে জ্বলা ও অধিক বায়োবৃদ্ধি হতে তোমার আশ্রয় কামনা করছি এবং আমি তোমার নিকট মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট যুদ্ধের ময়দান হতে পলায়নপর অবস্থায় মৃত্যু হতে তোমার আশ্রয় কামনা করি এবং আমি তোমার নিকট দংশনজনিত (সাপ, বিচ্ছুর) কারণে মৃত্যুবরণ করা হতে বাঁচার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি।” (আবু দাউদ: ১৫৫২)
আরবিতে দোয়াটি হলো—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাদমি ওয়া-আউযুবিকা মিনাত-তারাদ্দি, ওয়া-আউযুবিকা মিনাল গারাকি ওয়াল-হারাকি ওয়াল-হারামি, ওয়া-আউযুবিকা আন ইয়াতাখাব্বাতানিশ শাইতানু ইনদাল মাওতি, ওয়া-আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া-আউযুবিকা আন আমুতা লাদি-গান।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড, ভূমিকম্প কিংবা ঝড়-জলোচ্ছ্বাসের সময় কুরআনের একটি আয়াত পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ ও উপকারী বলে জানা যায়। এই আয়াতটি হযরত ইবরাহিম (আ.)-এর উপর আগুনকে শীতল করার ঘটনায় নাজিল হয়েছিল।
কুরআনের আয়াত:
يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ
উচ্চারণ: ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইবরাহিম
অর্থ: “হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।” (সুরা আম্বিয়া: আয়াত ৬৯)
দুঃসময় ও বিপদের মুহূর্তে এসব দোয়া ও আয়াত পাঠ করে আমরা মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সকল প্রকার দুনিয়াবি আযাব ও বিপদ থেকে হেফাজত করুন।
আমিন।