logo
ads

ভিপি নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: বিএনপি মহাসচিব

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পি.এম
ভিপি নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: বিএনপি মহাসচিব

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় নুরের চিকিৎসার স্বার্থে তাকে দ্রুত বিদেশে পাঠানোর আহ্বানও জানান ফখরুল।

চিকিৎসকদের সঙ্গে আলাপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “নুরের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো খুবই ক্রিটিক্যাল। তার যেই জায়গায় ইনজুরিগুলো হয়েছে এই জায়গাগুলো খুব ফ্যাটাল। তার ব্রেইনেও ইনজুরি ও ব্লিডিং হয়েছে। ডাক্তারদের সাথে আলাপ করে আমার মনে হলো এখানে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি।”

একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “যারাই আঘাত করুক, আঘাতটা করেছিলো তাকে হত্যার উদ্দেশ্যে। এটা খুব পরিষ্কার। অভ্যুত্থানের পরেও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর যদি এমন আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।”

বিএনপি মহাসচিবের মতে, এ ঘটনায় দ্রুত বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ