logo
ads

কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ আগস্ট ২০২৫, ১০:৩১ এ.এম
কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন || ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দূতাবাসগুলোতে ফোন করে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

একাধিক দূতাবাস সূত্র জানায়, এতদিন বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই ছবিগুলো অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা ছবি নামানোর বিষয়টি তদারকি করবেন। এই পদক্ষেপের পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ