logo
ads

২৬৮ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপসচিব

বিশেষ প্রতিবেদক

প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২৫, ১১:০৮ পি.এম
২৬৮ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপসচিব

ছবি: সংগৃহীত

বিভিন্ন ক্যাডারের মোট ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, "পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।"

এতে আরও বলা হয়, "পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।"

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, "সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে (email: sa1@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।"

শেষে বলা হয়, "জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।"

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ