logo
ads

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ১ আগস্ট ২০২৫, ০৫:২২ পি.এম
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা পূর্বের তুলনায় ১৫ শতাংশ কম। শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। — খবর: রয়টার্স।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ এপ্রিল বাংলাদেশসহ ৬০টি দেশের জন্য পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে ৯ এপ্রিল ট্রাম্প প্রশাসন সবার জন্য ১০ শতাংশ বাড়তি শুল্ক রেখে তিন মাসের জন্য এ শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করে। ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই, ৮ জুলাই নতুন এক ঘোষণায় জানানো হয়, বাংলাদেশের জন্য পাল্টা শুল্কহার হবে ৩৫ শতাংশ। দেশভিত্তিক পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর সবার জন্য অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক তার সঙ্গে সমন্বিত হবে।

তবে যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে সময় দিয়েছে। শুল্কহার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর শুক্রবার (১ আগস্ট) থেকে নতুন শুল্কহার কার্যকর হয়েছে। সে অনুযায়ী, বাংলাদেশকে এখন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় ১৫ শতাংশ ও নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক মিলিয়ে মোট ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে।

যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের তৃতীয় দফার আলোচনা শুরু হয় মঙ্গলবার (২৯ জুলাই)। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে তিন দিনব্যাপী এ আলোচনা শেষ হয় বৃহস্পতিবার (৩১ জুলাই)।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ