logo
ads

খেলাপি ঋণ সংক্রান্ত মামলার তথ্য বছরে দুবার জমা দিতে হবে: বাংলাদেশ ব্যাংক

যাপ্র ডেস্ক

প্রকাশকাল: ১১ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পি.এম
খেলাপি ঋণ সংক্রান্ত মামলার তথ্য বছরে দুবার জমা দিতে হবে: বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অর্থঋণ আদালতে দায়ের হওয়া খেলাপি ঋণ সংক্রান্ত মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার (১১ আগস্ট) ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংকগুলোকে অর্থঋণ ও অন্যান্য আদালতে দায়ের হওয়া এবং নিষ্পত্তিকৃত মামলার বিস্তারিত তথ্য প্রতি বছরের ৩০ জুন ও ৩১ ডিসেম্বরের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। একই সময়ে মামলা ছাড়াই মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও জমা দিতে হবে। এসব তথ্য হার্ডকপি ও সফটকপি—উভয় মাধ্যমেই দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, আগে একই ধরনের তথ্য একাধিকবার সংগ্রহ করতে হতো, যা সময় ও শ্রমের অপচয় ঘটাত। এই সমস্যার সমাধানেই নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য এখন থেকে শুধু ইডিডব্লিউ পোর্টালের মাধ্যমে জমা দিলেই চলবে, আলাদাভাবে হার্ডকপি পাঠানোর দরকার নেই। একইভাবে, আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্যও শুধুমাত্র ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে পাঠালেই যথেষ্ট হবে—পূর্বের মতো একাধিক বিভাগে নয়।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ