logo
ads

সবজির দাম কিছুটা কমেছে

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২৪ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পি.এম
সবজির দাম কিছুটা কমেছে

ছবি: সংগৃহীত

বিগত কয়েক মাসের উচ্চমূল্যের পর রাজধানীর বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। আগে যেখানে বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই দাম নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার ঘরে। বিক্রেতাদের মতে, বাজারে নতুন মৌসুমি সবজি উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে, ফলে দামে এই পতন এসেছে। শীত পুরোপুরি শুরু হলে নতুন সবজি আসার সঙ্গে সঙ্গে দাম আরও কমতে পারে বলেও তারা আশা করছেন।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

এদিন বাজারে করলা বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০ টাকায়, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা ও গোল বেগুন ৮০ টাকায়। পটল বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ টাকায়, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ছোট ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকা, আর মূলা প্রতিটি ৫০ টাকায়। এছাড়া মিষ্টি কুমড়া ও কচু বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ টাকায়, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায়।

বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম শান্তিনগর বাজারে সবজি কিনতে এসে বলেন, “গত কয়েক মাস ধরে সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি ছিল। তখন প্রায় কোনো সবজিই ১০০ টাকার নিচে পাওয়া যেত না। এখন তুলনামূলকভাবে দাম কিছুটা কমেছে। আজ বাজারে দেখলাম বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।”

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক জানান, “আগের তুলনায় এখন সবজির দাম অনেকটা কমেছে। নতুন ফসল বাজারে উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে, তাই দাম কমছে। শীত এলেই আরও নতুন সবজি আসবে, ফলে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৫০ থেকে ৬০ টাকার সবজিই বেশি বিক্রি হচ্ছে, কিছু সবজি এখনো ৮০ থেকে ১০০ টাকায় রয়েছে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ