logo
ads

ইসরায়েলের সন্ত্রাসী হামলায় নিহত হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ পি.এম
ইসরায়েলের সন্ত্রাসী হামলায় নিহত হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এই হামলা চালানো হয়। ইয়েমেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-জুমহুরিয়া টেলিভিশন জানায়, “বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি।”

দেশটির আরেকটি সংবাদমাধ্যম আডেন আল-গাদ জানায়, “হামলায় আল-রাহাভির সঙ্গে তার দেশ কয়েকজন সহযোগীও প্রাণ হারান।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সানার বাইরে পৃথক আরেকটি স্থানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্য ছিল হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের একটি বৈঠক। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। তারা সবাই হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার জন্য জড়ো হয়েছিলেন। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, “ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি।”

এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

(সূত্র: আল-জুমহুরিয়া টেলিভিশন, আডেন আল-গাদ)

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ