logo
ads

উত্তর কুরিয়ায় আত্মহত্যা নিষিদ্ধ, ব্যর্থ চেষ্টাকারীর জন্য মৃত্যুদণ্ড

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৩ পি.এম
উত্তর কুরিয়ায় আত্মহত্যা নিষিদ্ধ, ব্যর্থ চেষ্টাকারীর জন্য মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় আত্মহত্যা আগেই ছিল কঠোরভাবে নিষিদ্ধ। তবে এবার বিষয়টিতে আরও এক ধাপ কঠোর অবস্থান নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন নীতিমালা অনুযায়ী, কেউ আত্মহত্যার চেষ্টা করে যদি কোনোভাবে বেঁচে যান, তবে তাকেও দেওয়া হবে মৃত্যুদণ্ড—অর্থাৎ জীবিত অবস্থায়ও তার শেষ পরিণতি হবে মৃত্যু।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ায় আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। আগের বছরের তুলনায় আত্মহত্যার হার বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সংস্থার এক মুখপাত্র বলেন, “উত্তর কোরিয়ার ভেতরে গভীর অস্থিরতা বিরাজ করছে, যার মূল কারণ সাধারণ মানুষের দুঃসহ জীবনযাপন। অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে।”

রায়ংগং প্রদেশে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, অনাহারে মৃত্যুর তুলনায় আত্মহত্যা সমাজে আরও বড় নেতিবাচক প্রভাব ফেলছে। বৈঠকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “জেনারেল সেক্রেটারি আত্মহত্যা প্রতিরোধে নীতি অনুমোদন করলেও, কর্মকর্তারা এখনো কার্যকর কোনো সমাধান বের করতে পারেননি।”

তিনি আরও উল্লেখ করেন, “বেশিরভাগ মানুষ দারিদ্র্য ও অনাহারে জর্জরিত হয়ে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিচ্ছে। এমন পরিস্থিতিতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ