শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

উত্তরায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।

পুলিশ জানায়, এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ১৭ বছর বয়সী ছেলে রাহাব। এ ছাড়া হারেসের স্ত্রী ও রাহাবের মা অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। তবে বাকি তিনজন নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, নিহত একই পরিবারের সদস্যরা ভবনটির পাঁচতলায় ভাড়া থাকতেন। নিহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি