শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

অবশেষে জামায়াতের সাথে বৈঠক নিয়ে মুখ খুলেছে ভারত

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠকের বিষয়টি নিয়ে অবশেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (১৬ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠকটির সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সম্পর্কের অংশ হিসেবেই ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও সংলাপ চালিয়ে থাকেন। জামায়াতের সঙ্গে বৈঠকটিও এই স্বাভাবিক কূটনৈতিক ধারাবাহিকতার মধ্যেই পড়ে বলে মন্তব্য করেন তিনি। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে তার বৈঠকের কথা প্রকাশ করেন। তিনি জানান, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করলেও সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন। ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, সব দেশের সঙ্গেই জামায়াতের সম্পর্ক স্বচ্ছ হওয়া প্রয়োজন এবং পারস্পরিক সম্পর্কোন্নয়ন ছাড়া দুই দেশের সামনে অন্য কোনো বিকল্প নেই।

রয়টার্সে তার এই বক্তব্য প্রকাশের পর ভারতীয় পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি স্বীকার করল নয়া দিল্লি।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি