শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

শর্তসাপেক্ষে আগামীকাল থেকেই মাঠে খেলতে চায় ক্রিকেটাররা

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারা আগামীকাল শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, বাংলাদেশ ক্রিকেটের চলমান পরিস্থিতি নিয়ে সংগঠনের ভেতরে বিস্তৃত আলোচনা হয়েছে। আলোচনার পর ক্রিকেটাররা উপলব্ধি করেছেন, নারী জাতীয় দল বর্তমানে নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিচ্ছে, পুরুষ জাতীয় দলের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ দল খেলছে যুব বিশ্বকাপে। এমন বাস্তবতায় সব ধরনের ক্রিকেট বন্ধ থাকলে এসব দলের প্রস্তুতিতে বিরূপ প্রভাব পড়তে পারে। পাশাপাশি বিপিএলকেও তারা দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটি আসর হিসেবে দেখছে। ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়েই আগের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কোয়াব।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। কোয়াব বলেছে, যেহেতু তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ সংক্রান্ত বিষয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, তাই সেই সময়টুকু দিতে তারা প্রস্তুত। তবে একই সঙ্গে প্রত্যাশা থাকবে—এই প্রক্রিয়া যেন চলমান থাকে।

এ ছাড়া কোয়াব উল্লেখ করেছে, ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করায় এম নাজমুল ইসলামের কাছ থেকে প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করে তারা।

সংগঠনটি জানায়, এসব শর্ত পূরণ হলে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই ক্রিকেট কার্যক্রমে ফিরে আসতে প্রস্তুত ক্রিকেটাররা।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি