শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

যাপ্র খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের বয়কটের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটাররা মাঠে না ফেরায় বৃহস্পতিবার টুর্নামেন্টের একটি ম্যাচও অনুষ্ঠিত হয়নি।

এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কের জেরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব বয়কটের ডাক দেয়। তবে সংকট নিরসনে কোনো কার্যকর সমাধান না আসায় দিনের প্রথম ম্যাচই মাঠে গড়ায়নি। পরবর্তীতে এম নাজমুল ইসলামকে বিসিবির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও ক্রিকেটারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে দিনের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়। এমনকি নির্ধারিত সময়ে কোনো দলই মাঠে উপস্থিত হয়নি।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেস এবং দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের মাঠে নামার কথা ছিল। তবে কোয়াবের দাবি অনুযায়ী এম নাজমুল ইসলামের পূর্ণাঙ্গ পদত্যাগ নিশ্চিত না হওয়ায় ক্রিকেটাররা খেলায় ফিরেননি।

এরই মধ্যে বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এম নাজমুল ইসলামকে বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, বোর্ডের সামগ্রিক স্বার্থ বিবেচনায় তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং এ ক্ষেত্রে বিসিবির গঠনতন্ত্রের কোনো ধারা লঙ্ঘন করা হয়নি। গঠনতন্ত্রের ৩১ ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি আরও জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি