শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

যাপ্র বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

চিত্রনায়িকা পূজা চেরি || ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি অভিনেত্রী পূজা চেরির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, ভিডিওটি একটি সিনেমার শুটিং সেট থেকে ফাঁস হয়েছে। পূজা চেরির নতুন সিনেমা ‘দম’-এর শুটিং চলাকালে ধারণ করা ‘গায়ে হলুদ’ অনুষ্ঠানের একটি দৃশ্যের ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।

প্রায় ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে নাচ-গানে মেতে উঠতে দেখা যায় পূজা চেরিকে। হলুদ শাড়িতে তার সাজ মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছে। ভিডিওটির মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে।

পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা এই ভিডিওটি বর্তমানে সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। সিনেমাটি ঘিরে আগ্রহ আরও বেড়েছে কারণ এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে দুই ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। একইসঙ্গে এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো ও পূজা চেরি।

আরও একটি চমক হলো—প্রায় এক দশক পর চলচ্চিত্রে ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। সব মিলিয়ে বড় বাজেটের এই সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাবে বলেই প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি