শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বোর্ড এ রুটিন প্রকাশ করে। রুটিন অনুযায়ী, বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে এবং আগামী ২০ মে শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষার হাতে লেখা নম্বরপত্র, উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগভিত্তিক রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে আগামী ১৮ জুনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

উল্লেখ্য, সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর ও চলতি বছরে নির্ধারিত সময়ে এ পরীক্ষাগুলো শুরু হয়নি।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি