প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
টানা এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা দিয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কা কমে আসায় ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়েছে। পাশাপাশি প্রত্যাশার তুলনায় শক্তিশালী মার্কিন অর্থনৈতিক তথ্য বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করায় স্বর্ণের বাজারে চাপ পড়েছে। এর প্রভাব পড়েছে রুপার বাজারেও।
রয়টার্স জানায়, শুক্রবার (১৪ জানুয়ারি) জিএমটি সময় সকাল ৯টা ১৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬০৩ দশমিক ০২ ডলারে। এর আগে গত বুধবার স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৪২ দশমিক ৭২ ডলার স্পর্শ করেছিল।
তবে একই সময়ে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৬০৬ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।
অন্যদিকে রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্সে ৯১ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। আগের সেশনে রুপার দাম রেকর্ড সর্বোচ্চ ৯৩ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং মার্কিন মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্য বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ কমিয়ে দিয়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আকর্ষণ কিছুটা হ্রাস পেয়েছে।
জুলিয়াস বেয়ার-এর বিশ্লেষক কার্স্টেন মেনকে বলেন, ‘সোনার বাজারে যে তীব্র গতি দেখা যাচ্ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। শক্তিশালী মার্কিন অর্থনৈতিক তথ্য ডলারের মান বাড়াচ্ছে, যা স্বর্ণের দামে চাপ সৃষ্টি করছে।’ ডলার শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে ওঠে।
এদিকে ইরানের অর্থনৈতিক সংকটের কারণে দেশটিতে চলমান বিক্ষোভ কিছুটা কমে এসেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাও প্রশমিত হয়েছে এবং আপাতত মার্কিন হামলার আশঙ্কা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। সাধারণত এমন অনিশ্চিত সময়ে স্বর্ণের চাহিদা বাড়লেও বর্তমান পরিস্থিতিতে সেই প্রবণতা দুর্বল হয়েছে।
