বৃহস্পতিবার ১৫, জানুয়ারি ২০২৬

বৃহস্পতিবার ১৫, জানুয়ারি ২০২৬ -- : -- --

রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকার সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছেন। তারা দাবি করছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য প্রণীত আইন-২০২৫-এর চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারি করা হোক। অবরোধের কারণে সায়েন্সল্যাব এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। তাদের দাবি, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত খসড়ার অনুমোদন দেওয়া উচিত এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাদেশ জারি করতে হবে।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষার্থীরা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, সাত কলেজের যৌথ উদ্যোগে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পরই বিভিন্ন স্তরে আলোচনা ও মতামত বিনিময় শুরু হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা করে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার পর মন্ত্রণালয় খসড়া হালনাগাদ করেছে। গত বছরের ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়েছিল, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি হবে।

শিক্ষার্থীরা আশ্বাস দিয়েছেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তবে তারা আন্দোলন অব্যাহত রাখবেন। এই অবস্থায় বুধবার এক দফা অবরোধ কর্মসূচি শুরু করা হয়েছে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি