logo
ads

সুনামগঞ্জ - সিলেট মহাসড়কে ট্রাক- সিএনজি সংঘর্ষে এক মহিলা নিহত, আহত - ৪

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এ.এম
সুনামগঞ্জ - সিলেট মহাসড়কে ট্রাক- সিএনজি সংঘর্ষে এক মহিলা নিহত, আহত - ৪

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি (সুনামগঞ্জ): সুনামগঞ্জ - সিলেট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার নীলপুর বাজার সংলগ্ন রাবার বাড়ীর সামনের সড়কে  ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষেএক মহিলা নিহত এবং চার জন আহত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর)  সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহার'র স্ত্রী রাজিয়া বেগম (৫০) ।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের  দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী  ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজিয়া বেগম  ঘটনাস্থলেই নিহত হয় এবং সিএনজি চালক সহ চারজন আহত হয়।
 
এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ