logo
ads

জগন্নাথপুরে প্রশাসনের সাথে উপজলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
জগন্নাথপুরে প্রশাসনের সাথে উপজলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি সুনামগঞ্জ: 
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমানের সাথে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য আলী জহুর, নিকেশ বৈদ্য. বাপন দত্ত, তৈয়বুর রহমান ও শাহ্ ফুজায়েল আহমদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ