logo
ads

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮অক্টোবর ও ২০২৪ সালের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ শে অক্টোবর) বিকালে জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার শিল্প ও বাণিজ্য বিভাগীয় সম্পাদক এডভোকেট রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আমীর এডভোকেট আবুল বাশার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর পেশাজীবি থানা আমীর এডভোকেট ইয়াসীন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা আমীর হাফিজ আবু খালেদ

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার নায়েবে আমীর মাওলানা মোঃ দরছ উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, পৌর সভাপতি আব্দুল কাইয়ূম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার মোঃ আবু তাইদ, কলকলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ লুৎফুর রহমান, পেশা জীবি পরিষদের সভাপতি মোঃ কবির উদ্দিন, আইবিডাব্লিউএফের উপজেলা সভাপতি মোঃ জামাল উদ্দিন বেলাল, উপজেলা এইচ আরডি সেক্রেটারি আ হ ম ওয়ালি উল্লাহ, ছাতক উপজেলা যুব ফোরাম এর সভাপতি নাজমুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, আশারকান্দী ইউনিয়ন সভাপতি মোঃ নেকবর মিয়া, জাময়াত নেতা রেজাউল করিম রিপন, ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি রাকাব আহমদ শিশির, উত্তর শাখার সভাপতি মোঃ জাকির হোসাইন, পূর্ব শাখার সভাপতি মোঃ আবু তাহের ও সদিক আহমদ প্রমুখ।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শাহ আহমদ হোসেন, আকমল হোসেন, জান্নাতুল ফেরদাউস, তাজুদ আলী, শাহ আলম, সৈয়দ মুস্তাকিম আহমদ, সৈয়দ ফখরুল ইসলাম, জালাল আহমদ, কয়েছ মামুন, আলী আহমদ, নেছার উদ্দিনসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ছাত্রশিবির কর্মী তরিকুল ইসলাম আদনান, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন, উপজেলা ছাত্রশিবিরের সাথী মোঃ তামিম আহমদ।

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ