logo
ads

আ’লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম
আ’লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে

অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেনে, আমরা স্পষ্ট করে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে। মানুষের অধিকার হরণকারী ও গণহত্যাকারীদের বিচারের আগে কোনো কাজই করতে দেবার সুযোগ আছে বলে দেশের জনগণ মনে করে না বিধায় বিচার ছাড়া তাদের পুনর্বাসিত হওয়ার প্রশ্নই আসে না।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার কেদারগঞ্জস্থ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ অপরাধ করেছে বলেই পালিয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয়ভাবে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে বলেই তারা আজ প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না। আমরা সকল মানুষের অধিকারের স্বীকৃতি দিতে চাই। কিন্তু যারা অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘরে অত্যাচার করেছে তাদের বিচার হওয়া ছাড়া পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।

জেলা আমির জনাব মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন।
উপস্থিত ছিলেন আঞ্চলিক টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দীন খান, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মোহসিন এমদাদুল্লাহ জামেন, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।

dainikamarbangla

হাইলাইটস

বিশেষ সংবাদ